উত্তর প্রদেশের (Uttar Pradesh) লাখিমপুর খেরি (Lakhimpur Kheri) এলাকায় কৃষক আন্দোলনকে (Farmer Protest) কেন্দ্র করে চার কৃষকসহ ৮ জনের মৃত্যুর (Farmer Death) ঘটনার ২৪ ঘণ্টা পরেও উত্তপ্ত গোটা দেশ। লাখিমপুর খেরি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এবার এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদিকে তীব্র আক্রমণ করল শিব সেনা। লখিমপুরের ঘটনায় প্রধানমন্ত্রী চুপ কেন? সেই প্রশ্নই তুলেছে শিব সেনা।
শিব সেনার প্রশ্ন, লখিমপুরের নৃশংস ঘটনার বিষয়ে এখনও কেন নিশ্চুপ নরেন্দ্র মোদি? শিব সেনার মুখপত্র ‘সামনা’য় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলা হয়েছে, ‘দেশের একাধিক ঘটনায় প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু লখিমপুরের বিষয়ে এখনও কেন নিশ্চুপ তিনি?’
প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হয়ে লখিমপুর খেরিতে ৪ জন কৃষকের মৃত্যু হয়।আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, তিনটি বিলাসবহুল গাড়়ির একটি চালাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। এই ঘটনার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে ওই এলাকা। যদিও ময়নাতদন্তের রিপোর্টে কোনও মৃত কৃষকের দেহে গুলির আঘাতের চিহ্ন মেলেনি। ধাক্কাধাক্কির কারনেই মৃত্যু হয়েছে বলেই রিপোর্টে বলা হয়েছে। উল্লেখ্য, সব মিলিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে ওই সংঘর্ষে।
আরও পড়ুন- ৭ তারিখ বিধানসভাতেই বিধায়ক পদে মমতার শপথ, টুইট ধনকড়ের