ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৪৪৫ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

0
6

?সেনসেক্স ৫৯,৭৪৪.৮৮ (⬆️ ০.৭৫%)

?নিফটি ১৭,৮২২.৩০ (⬆️ ০.৭৪%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবারের পর মঙ্গলবারও ৪৪৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৩১ পয়েন্ট।

আরও পড়ুন:অনুমতি ছাড়া কী করে মাদক-পার্টিতে শাহরুখ-পুত্র, তদন্তে এবার সামিল মুম্বই পুলিশও

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে উৎসব মরসুমে মাঝে ৪৪৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৪৫.৫৬ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৭৪৪.৮৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৩১.০৫ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৮২২.৩০।

advt 19