টালিগঞ্জের বিরুদ্ধে জয় লক্ষ‍্য মহামেডান কোচ চেরনিশভের

0
1

বুধবার মহালয়ার দিন কলকাতা লিগের ( Kolkata league) কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার ম্যাচে নামতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan sporting club)। প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী( Tollygunge Agragami)। টালিগঞ্জের বিরুদ্ধে ম‍্যাচ জিতে মাঠ ছাড়তে মরিয়া সাদা-কালো কোচ চেরনিশভ।

ডুরান্ড ফাইনালের পর কলকাতা লিগের কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার খেলতে নামছে মহামেডান। ডুরান্ড ফাইনালে ভালো খেলেও এফসি গোয়ার কাছে ১-০ গোলে হারতে হয়েছে সাদা-কালো ব্রিগেডকে। ডুরান্ড ম‍্যাচের প্রভাব কি টালিগঞ্জ ম‍্যাচেও পড়বে?  এই তথ‍্য মানতে নারাজ মহামেডান কোচ চেরনিশভ। তিনি বলেন,” দুটো টুর্নামেন্ট পুরো আলাদা। ডুরান্ড কাপ অতীত। আর কলকাতা লিগ বর্তমান। ডুরান্ড কাপে আমরা ভালো খেলেছি। তবে ভাগ‍্য সঙ্গ দেয়নি। আগামীকাল আমরা কলকাতা লিগের ম‍্যাচে নামব। টালিগঞ্জ ভালো দল। তবে আমরা আমাদের সেরা পারফরম্যান্সই দেব।”

এদিকে কলকাতা লিগের বাকি ম‍্যাচ যুবভারতীতে খেলতে চেয়ে আইএফএকে চিঠি দিয়েছিল মহামেডান। কিন্তু এদিন যে সূচি প্রকাশ করা হয়েছে আই এফ এর পক্ষ থেকে, সেখানে দেখা যাচ্ছে মহামেডান স্পোর্টিং এবং টালিগঞ্জ অগ্রগামী মধ্যে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার ম্যাচ হবে কল্যাণীতে। এই নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায় বলেন,” মহামেডান স্পোর্টিংয়ের অনুরোধ রাজ্য ক্রীড়া দফতরের কাছে পাঠিয়ে দিয়েছিল আইএফএ, কিন্তু রাজ্য ক্রীড়া দপ্তর থেকে কোনরকম সবুজ সংকেত না আসায় আইএফএ তাই ম্যাচ রেখেছে কল্যাণীতে।

আরও পড়ুন:কলকাতা লিগে পিয়ারলেসকে হারিয়ে সেমিফাইনালে রেলওয়ে এফসি

advt 19