দেবীপক্ষের শুরুতেই বিধায়ক পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ৭ অক্টোবর বিধায়ক হিসেবে শপথ নেবেন তিনি। বিধানসভায় গিয়ে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। মঙ্গলবার, টুইট করে একথা জানান ধনকড়। একই সঙ্গে বৃহস্পতিবার বিধায়ক পদে শপথ নেবেন জঙ্গিপুর (Janghipur ও সামশেরগঞ্জ (Samsherganj) দুই তৃণমূল বিধায়ক জাকির হোসেন ও আমিরুল ইসলাম। বিধানসভায় দুপুর দুটোয় এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠান হবে।
আগেই জানানো হয়েছিল বৃহস্পতিবার, শপথ নিতে পারেন তৃণমূল নেত্রী। কিন্তু এক্ষেত্রে শপথবাক্য পাঠ করানো নিয়ে রাজ্য এবং রাজভবনের কিছুটা কথা চালাচালি হয়। তবে সবশেষে ধনকড় জানিয়ে দেন, তিনি বিধানসভায় গিয়েই শপথবাক্য পাঠ করাবেন।
https://twitter.com/jdhankhar1/status/1445360261074866183?t=xpNGho4tnsFuJl6nq7nvDg&s=08
আরও পড়ুন- পূর্ণ উদ্যমে ভোটের প্রচারে নেমে পড়েছেন দিনহাটার প্রার্থী উদয়ন