ইউপিএসসি ইন্টারভিউ রাউন্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে রেকর্ড গড়লেন অপালা

0
1

ডক্টর অপালা মিশ্র । গাজিয়াবাদের দন্ত চিকিৎসক। অপলা ইউপিএসসি পরীক্ষায় নবম স্থান অর্জন করেছেন। এখানেই শেষ নয় । সম্প্রতি তিনি আরও একটি নজির গড়েছেন । UPSC CSE-র ইন্টারভিউতে সর্বকালের সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি। এতদিন ইন্টারভিউ রাউন্ডে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ছিল ২১২। তার থেকেও তিন নম্বর বেশি, অর্থাৎ ২১৫ নম্বর পেয়েছেন অপালা।

অপালার বাবা ও দাদা সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার। তাই সরকারি কাজের প্রতি তাঁর বরাবরই আগ্রহ । অপালার মাও দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দির অধ্যাপিকা।

এ নিয়ে তৃতীয়বার পরীক্ষায় বসেছিলেন অপালা প্রথমবার তিনি সাফল্য পাননি। দ্বিতীয়বার পরীক্ষার ফল তার মনের মতো হয়নি।

অপালা জানিয়েছেন, তাঁর ইন্টারভিউ প্রায় ৪০ মিনিট ধরে হয়েছিল। বিভিন্ন বিষয়ে যা যা প্রশ্ন করা হয়েছিল, তার প্রায় সবকটারই উত্তর তিনি দিতে পেরেছিলেন। গত কয়েক বছর ধরে রোজ ৮-১০ ঘণ্টা করে পড়াশোনা করেছেন তিনি। রুটিন ও সঠিক পদ্ধতিই তাঁকে এই সাফল্য এনে দিয়েছে বলে তিনি জানালেন। শুরু থেকে প্রথম ৫০-এর মধ্যে স্থান পাওয়াই তাঁর লক্ষ্য ছিল বলে জানিয়েছেন অপালা।

advt 19