এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি কলুটোলা স্ট্রিটে (Kalutola Street) গুদামের আগুন। ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করে চালাচ্ছে। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ফলে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)।
সোমবার, সকাল ১১টা নাগাদ ওই ওই বহুতলের গুদামে আগুন লাগে। চারতলা থেকে পরে সেটি পুরো বহুতলে থেকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন।
খবর পেয়ে প্রথমেই দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু ঘিঞ্জি এলাকায় কাজ করতে প্রবল বেগ পেতে হয়। সুজিত বসু বলেন, এই অঞ্চলে অনেকেই ব্যবসা করেন। কিন্তু অগ্নিনির্বাপণ ব্যবস্থা বিষয়ে সজাগ নন। জনবহুল এলাকায় আগুন নেভাতে সমস্যায় পড়ছেন দমকল কর্মীরা। প্রাথমিক তদন্তে শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান করা হচ্ছে। আগুন লাগার ফলে ভিতরে থাকা সিলিন্ডার জাতীয় বস্তুতে বেশ কয়েকবার বিস্ফোরণ হয়। তবে, ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।