কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে দিতে হবে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ। কেন্দ্রের এই প্রস্তাবে অনুমোদন দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলাতে ২২ সেপ্টেম্বর জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে। জানা গিয়েছে, সেখানে বলা হয়, রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে করোনায় মৃতের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে। কোনও রাজ্য চাইলে এর থেকে বেশিও দিতে পারে।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় রিপোর্ট জমা সিবিআই-সিটের
এর জন্য কী করতে হবে?
করোনায় মৃতের পরিবারের সদস্যদের, জেলা বিপর্যয় মোকাবিলা দফতরে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।
সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ডেথ সার্টিফিকেট ও করোনায় মৃত্যুর নথি জমা দিতে হবে।
আবেদনের ৩০ দিনের মধ্যে মৃতের পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
এর মধ্যে যদি কারও আবেদন বাতিল হয়, তবে তাও ৩০ দিনের মধ্যে জানাতে হবে।
উল্লেখ্য, সাধারণ রাজ্যগুলির ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা তহবিলের ৭৫ শতাংশ অর্থ দেয় কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্যের ক্ষেত্রে তহবিলের ৯০ শতাংশ অর্থ দেয় কেন্দ্র।
করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্যান্য যে সব জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, তার থেকে ক্ষতিপূরণের এই কর্মসূচি আলাদা।