শাহরুখ-পুত্রকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে রাখবে না নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), রবিবার তদন্তকারী সংস্থার তরফে এমনই জানানো হয়েছিল।কিন্তু সময় যত এগোচ্ছে ততই মাদকযোগে পাচারকারীদের নাম উঠে আসছে। ফলে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে এনসিবি। আরও কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে তারা। সেইসঙ্গে আরিয়ানের বন্ধু মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে হেফাজতে রাখারও পরিকল্পনা রয়েছে তাদের। সোমবার আরিয়ানকে আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন জানাবেন আরিয়ানের আইনজীবী।
আরও পড়ুন:শাহরুখ নিজেই বলেছিলেন ছেলে মাদক নিলে আপত্তি নেই
প্রসঙ্গত আরিয়ান-সহ গ্রেফতার ৯ জনকে জিজ্ঞাসাবাদের পর শ্রেয়স নায়ার নামে এক ব্যক্তিকে আটক করেছে এনসিবি। অনুমান, আরিয়ানকে মাদকের জোগান দিতেন তিনি। আরিয়ান এবং আরবাজের মোবাইলের কথোপকথন ঘেঁটে শ্রেয়সের নাম পাওয়া গিয়েছে। সোমবারই গ্রেফতার করা হতে পারে তাঁকে। আরও এক ধৃত মুনমুন ধমেচা জানিয়েছেন, একটি পাঁচতারা হোটেলের কাছে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি।

 
 

 
 
 
 
 
 
 
 
 
 





























































































































