এখন থেকে আর প্লাস্টিকের জলের বোতল নিয়ে যাওয়া যাবে না সিকিমে

0
1

নতুন স্বাস্থ্যবিধি । নতুন ফরমান। ২০২২ এর ১ জানুয়ারি থেকে সিকিমে (Sikim) আর প্লাস্টিকের জলের বোতল (Purified water) পাওয়া যাবে না। শুধু তাই নয় , বাইরে থেকে সেখানে প্রবেশ করতে গেলে হাতে করে পানীয় জলের কোনও বোতল দিয়ে ঢোকাও যাবে না। খেতে হলে শুধুমাত্র সেখানকার জলই খেতে হবে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং এই নতুন নির্দেশ নামার কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন প্রত্যেক বাসিন্দা এবং অতিথি -পর্যটকদের পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত পানীয় জল দেওয়ার মতো প্রাকৃতিক পরিবেশ সিকিমের আছে। তাই বাইরে থেকে আর বোতল-বন্দি পানীয় জল নিয়ে আসার প্রয়োজন নেই। তাঁর কথায়, এই উদ্যোগের ফলে সকলেরই লাভ হবে। বোতলের পানীয় জলের চেয়ে আরও স্বাস্থ্সম্মত জল সকলে পাবেন। এর পাশাপাশি প্লাস্টিক বর্জন করায় পরিবেশেরও উপকার হবে।

 

যদিও এই নির্দেশিকা নতুন নয়। এর আগে সিকিমেরই বেশ কিছু জায়গায় জলের বোতল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর সিকিমের লাচেন। এ বার গোটা রাজ্যেই এই নিয়ম চালু হতে চলেছে। তবে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, এই নতুন নিয়মটি চালু করার আগে রাজ্য সরকারের তরফে পানীয় জল বণ্টনের পরিকাঠামো উন্নত করা হবে। রাজ্যবাসী এবং পর্যটকদের কাছে যাতে প্রাকৃতিক পানীয় জল ঠিক ভাবে পৌঁছে যায়, তার ব্যবস্থাও এর মধ্যেই নেওয়া হবে। সিকিম ইতিমধ্যেই ১০০ শতাংশ অরগ্যানিক রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। রাজ্যের কোনও জমিতেই চাষের জন্য রাসায়নিক সার ব্যবহার করা হয় না। ফলে পানীয় জল নিয়ে এই নতুন নির্দেশিকা সিকিমকে আরও দূষণমুক্ত করবে ।

advt 19