ED সারদা মামলায় স্থায়ী জামিন কুণালের

0
1

ED সারদা মামলায় স্থায়ী জামিন পেলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর আগে তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় আদালত।

সোমবার, বিশেষ সিবিআই (Cbi) আদালতে কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) শুনানিতে বলেন, তাঁর মক্কেল সবসময় তদন্তে সহযোগিতা করেন। অতীতেও সিবিআই মামলায় জামিনের সব শর্ত মেনেছেন তিনি। তাঁকে স্থায়ী জামিন দেওয়া হোক। ইডি আইনজীবী অভিজিৎ ভদ্র (Abhijit Bhadra) তাঁর কথা বলেন।

আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসা মামলায় রিপোর্ট জমা সিবিআই-সিটের

শেষ পর্যন্ত বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায় (Anupom Mukherjee) কুণাল ঘোষের স্থায়ী জামিন মঞ্জুর করেন।

advt 19