এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি কলুটোলা স্ট্রিটের (Kalutola Street) প্ল্যাস্টিকের খেলনার গুদামের আগুন। আগুন লাগার নয় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জ্বলছে গুদামের আগুন। ঘটনাস্থলে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে আগুনের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার, সকাল ১১টা নাগাদ ওই ওই বহুতলের গুদামে আগুন লাগে। চারতলা থেকে পরে সেটি পুরো বহুতলে থেকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন। এই ঘটনার নয় ঘণ্টা পরেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনাস্থলে বর্তমানে দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন নেভাতে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন একজন দমকলকর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে বিল্ডিংয়ের সামনের দিকের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর দমকলসূত্রে।
আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত বিধানসভার স্পিকারের সামনে হাজিরা দিতেই হল সিবিআই-ইডিকে