কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি! উপনির্বাচনে চার কেন্দ্রে একতরফা প্রার্থী ঘোষণা বামেদের

0
1

একের পর নির্বাচনে ভরাডুবি। বিলম্বিত বোধোদয়। স্বাধীনতার পর রাজ্য বিধানসভায় “শূন্য” রেকর্ড! বড় দাদাকে ছোট শরিকদের চাপ। অবশেষে কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রাজ্যে আসন্ন চারটি উপনির্বাচনে “একলা চলো রে” বার্তা দিয়ে আগামী একতরফা প্রার্থী ঘোষণা করল বামেরা।

আগামী ৩০ অক্টোবর চারটি বিধানসভা উপনির্বাচনে বামেদের তরফে দিনহাটা থেকে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন আব্দুর রউফ। শান্তিপুর থেকে সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো। খড়দহ আসনে সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস এবং গোসাবা কেন্দ্রে আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল।

আরও পড়ুন-কৃষি আইনে স্থগিতাদেশ থাকলেও কেন বিক্ষোভ, কৃষকদের প্রশ্ন সুপ্রিম কোর্টের

এদিন প্রার্থী ঘোষণার পর কংগ্রেসকে একহাত নেন সিপিএমের প্রবীণ নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিশানা করে বিমান বসু বলেন, “বিধানসভা ভোটের পর থেকে গত চার মাস কংগ্রেসের নেতাদের দেখা পাইনি। সব কাজ তো ফোনে ফোনে হয় না। আমরা যতটা পেরেছি মাঠে-ময়দানে থাকার চেষ্টা করেছি। এবার কংগ্রেস কী করবে সেটা ওদের ব্যাপার। আমরা বামফ্রন্টের তরফে আলোচনা করে চারটি প্রার্থীর নাম ঘোষণা করেছি।”

বিমান বসুর এমন মন্তব্য থেকে স্পষ্ট, কংগ্রেসের সঙ্গে আর জোটে গিয়ে ভোটে লড়তে চাইছেন না তাঁরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

advt 19