ভবানীপুরে রেকর্ড জয়, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা গুরুংয়ের

0
5

উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং (Bimal Gurung) । ভবানীপুরে বিজেপিকে হারিয়ে জয়লাভের খবর পেয়েই পাহাড় থেকে লিখিত শুভেচ্ছাবার্তা পাঠান বিমল। তাতে লেখা রয়েছে, গোর্খা জনমুক্তি মোর্চা-সহ দার্জিলিং কার্শিয়াং কলিম্পং-সহ তরাই ডুয়ার্সের সর্বত্র মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছেন বিমল। পাশাপাশি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার যেন সমস্ত বাধাবিঘ্ন পার করে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে। আরো অনেক ভালো কাজ করতে পারে। বিমল তাঁর এই লিখিতবার্তা এদিন সাংবাদিকদের হাতেও তুলে দিয়েছেন।

আরও পড়ুন- উপনির্বাচনে নাম ঘোষণা নেত্রীর, প্রচারে নামলেন ব্রজকিশোর-সুব্রত advt 19