গান্ধী জয়ন্তীতে অভিনব শ্রদ্ধার্ঘ্য মেট্রো কর্তৃপক্ষের

0
1

গান্ধী জয়ন্তীতে ‘জাতির জনক’ কে অভিনব ভাবে শ্রদ্ধা জানালো মেট্রো রেল কর্তৃপক্ষ। মহানায়ক উত্তম কুমার স্টেশনের দু’টি লিফট জাতির সেবায় নিবেদন করল মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন মেট্রো চালক সঞ্জয় শীল ও তপন নাথ। এই দুজন ছিলেন ১৯৮৪ সালের ২৪ অক্টোবর ভারতের প্রথম মেট্রো পরিষেবা চালু হওয়ার সময় মেট্রোর চালক। এই দু’টি লিফটে করে এক সময়ে ১০ জন ওঠানামা করতে পারবেন।

পাশাপাশি গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে শ্রমদান পালিত হয় মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে। পরিস্কার করা হয় মেট্রো স্টেশন চত্ত্বর। এছাড়াও যাত্রীদের বিনামূল্যে মাস্ক বিলি করেন আধিকারিকরা।

আরও পড়ুন- স্বামী -পুত্রকে নিয়ে মলদ্বীপে সুখের সাগরে ভাসছেন শুভশ্রী

advt 19