শাহরুখ-পুত্রের পাশাপাশি মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজ থেকে আটক বাকিদের এনসিবি-র দফতরে জেরা করার প্রক্রিয়া চলছে। যাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মারচেন্ট এবং আরও ছ’জন।সেইসঙ্গে মুনমুন ধমেচা, নূপুর সারিকা, ইসমিত সিংহ, মোহক জয়সোয়াল, বিক্রান্ত ছোকর, গোমিত চোপড়াকেও তাঁদের সঙ্গে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বয়ান রেকর্ড হলে আটকদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছে এনসিবি-র আধিকারিকরা। ইতিমধ্যেই কিং খান তাঁর ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডকে নিয়োগ করেছেন। যিনি ইতিমধ্যেই এনসিবি-র দফতরে পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন:মাদক সেবন করেছেন, স্বীকার করলেন শাহরুখ-পুত্র আরিয়ান
এনসিবি-র তরফে জানা গেছে, আপাতত নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় তাঁদের জেরা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়ায় মোট দু’তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। এই মামলায় আরও এক জনকে গ্রেফতার করা বাকি রয়েছে। এনসিবি জানিয়েছে জেরার পর যা যা তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে মুম্বইয়ের বেলাপুর এলাকায় তাঁদের আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেছেন। এমনকি মাদক সেবন পার্টি আয়োজনকে কাছ থেকে গতকাল রাতের অতিথিদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
