‘আমাকে কেন গ্রেফতার করা হল’, নিজের গ্রেফতারি নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন আরিয়ান!! 

0
1

‘আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ এর নিচে আরিয়ানের সই। ১৬ ঘন্টা জেরা শেষে শাহরুখ খানপুত্র আরিয়ান খানের (Shahrukh khan son Arian ) এই বক্তব্য কিছুক্ষণ আগেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে । তবে কি ষড়যন্ত্র কিংবা অন্তর্ঘাতের আশঙ্কা করছেন আরিয়ান? আরিয়ান বলেছেন, ‘কেন আমাকে গ্রেফতার করা হল, তা বুঝতে পেরেছি। এনসিবি-র দফতরে ১৬ ঘণ্টা জেরা করার পর আরো কি জানার থাকতে পারে আমার কাছে? আরিয়ান প্রশ্ন তুলেছে কেন আমাকে এর পরেও গ্রেফতার করা হল?

বলিউড সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ানকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস) আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা আছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মু্ম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

advt 19