মাদক সেবন করেছেন, স্বীকার করলেন শাহরুখ-পুত্র আরিয়ান

0
1

কর্ডেলিয়া ক্রুজ পার্টি থেকে কয়েক হাজার কোটি টাকার মাদক-সহ  ১০ জনকে শনিবার আটক করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আটকদের মধ্যে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। রবিবারই এনসিবি- কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এনসিবি সূত্রের খবর, প্রায় ছ’ঘণ্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, শনিবারের ক্রুজে চলা পার্টিতে মাদক নিয়েছেন তিনি।

আরও পড়ুন:ক্রুজ পার্টি থেকে মাদকসহ গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান? 

শুধু তাই নয়, আরিয়ানের ফোন্টি বাজেয়াপ্ত করা হয়েছে। তাই এনসিবি -কর্তাদের কাছে আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট এখন জলের মত পরিষ্কার।  তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন ,এমনকী কোনও মাদক চক্রের সঙ্গে যুক্ত কিনা, তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনসিবি।

শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজ থেকে আটক করা হয় শাহরুখ পুত্রকে। রবিবার সকাল থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তাঁর ব্যবহৃত ফোনটিও নিয়ে নেন এনসিবি আধিকারিকরা। জানা গেছে, ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় বিলাসবহুল ওই ক্রুজে কোনও প্রবেশমূল্য দিতে হয়নি আরিয়ানকে। যদিও এবিষয়ে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি। শাহরুখের পরিবারের তরফেও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা গেছে, কোনও তথ্য না পাওয়া গেলেও আরিয়ানের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস) আইনে মামলা দায়ের হতে পারে ।

advt 19