পাঞ্জাবের বিরুদ্ধে ৬ রানে জয় আরসিবির

0
3

রবিবার আইপিএলে( Ipl) জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর(RCB)। এদিন পাঞ্জাব কিংসের( Punjab Kings) বিরুদ্ধে ৬ রানে জিতল বিরাট কোহলির ( Virat Kohli)দল। এই জয়ের ফলে কার্যত প্লে-অফের রাস্তা নিশ্চিত করল আরসিবি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বিরাট বাহিনী। আরসিবির হয়ে অর্ধশতরান করেন ম‍্যাক্সওয়েল। ৫৭ রান করেন তিনি। ৪০ রান করেন দেবদত্ত পাডিক্কল। ২৫ রান করেন অধিনায়ক কোহলি। ২৩ রান করেন ডিভিলিয়ার্স। পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং হেনরিকুইস।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫৮ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে লড়াই চালান ময়ঙ্ক আগরওয়াল এবং অধিনায়ক কে এল রাহুল। ৫৭ রান করেন ময়ঙ্ক। ৩৯ রান করেন রাহুল। আরসিবির হয়ে তিন উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন জর্জ গার্টন এবং শাহবাজ আহমেদ।

আরও পড়ুন:প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম‍্যাচ ড্র, ম‍্যাচের সেরা স্মৃতি মান্ধানা

advt 19