মিলে গেল পূর্বাভাস, মহানগরজুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়- বৃষ্টি

0
1

পূ্র্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে আজ, রবিবার দুপুর থেকেই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি । তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা ৷ সেই সঙ্গে বহু জায়গায় বাজ পড়েছে। তবে শুরু দক্ষিণবঙ্গে নয় এদিন উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা দুই দিনাজপুর এবং মালদহ জেলায়। আগামিকাল, সোমবারও আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি

হতে পারে মুর্শিদাবাদ ও বীরভূমে। আগামিকাল অর্থাৎ সোমবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায়। ভারী বৃষ্টি দুই জেলায়।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মূলত পশ্চিমী ও উত্তর পশ্চিম বাতাসের দাপট শুরু হয়েছে। উত্তর পশ্চিম ভারতে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর ফলে এই বৃষ্টি হচ্ছে তবে আগামী কয়েকদিন জলীয়বাষ্প কমবে, বৃষ্টির সম্ভাবনাও কমবে। ধীরে ধীরে শুরু হবে শুষ্ক আবহাওয়া। আবহাওয়াবিদরা মনে করছেন ৬ অক্টোবর, বুধবার উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। কলকাতায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় ১২ অক্টোবর। তাই পুজোয় বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না । কারণ বিদায় নেওয়ার সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি একটু ছাপ রেখে যাবে।

advt 19