বাবাকে গৃহবন্দি করেছে তেজস্বী, প্রকাশ্যে অভিযোগ আনলেন লালুপুত্র তেজপ্রতাপ

0
1

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) দুই পুত্র তেজস্বী (Tejaswee) এবং তেজপ্রতাপ (Tejpratap) এর মধ্যে বিরোধ ও বিবাদ বহুদিনের । বাবার পরে দলের সভাপতি কে হবে তাই নিয়ে দুই ভাইয়ের অন্তর্দ্বন্দ্ব বহু বছর ধরে চলছে। সম্প্রতি এই ঘরোয়া বিবাদ একেবারে প্রকাশ্যে চলে এল। তেজ প্রতাপ অভিযোগ করেছেন যে তেজস্বী বাবাকে আটকে রেখে দিয়েছে । বলা ভাল বাবাকে পুরোপুরি গৃহবন্দি করে রেখেছে তেজস্বী । বাবাকে কারোর সাথেই কথা বলতে দিচ্ছেনা । বাবার সঙ্গে দেখা করতেও দিচ্ছে না । যা কিছু সবই তেজস্বী মারফত । তেজপ্রতাপের আশঙ্কা তেজস্বী হয়তো হঠাৎ করেই বাবা লালু প্রসাদকে সরিয়ে দিয়ে নিজেই দলের সভাপতি হয়ে যেতে পারেন । সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার পর লালুপ্রসাদ দিল্লিতে আছেন। শারীরিকভাবে তিনি অসম্ভব অসুস্থ। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি এখন দিল্লিতে আছেন। তেজ প্রতাপের দাবি তেজস্বী দিল্লিতে বাবাকে নজরবন্দি করে রেখে দিয়েছে। বাবা পাটনায় ফিরতে চাইলেও তাকে ফিরতে দেওয়া হচ্ছে না। শনিবার তেজ প্রতাপ নিজের নতুন দল তৈরির কথা ঘোষণা করেন। মাস কয়েক আগে আরজেডি ছাত্র সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয় তেজ প্রতাপকে। তখনই এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল তেজস্বীর বিরুদ্ধে ।

advt 19