‘শীঘ্রই বোলিং ফিরব’। রবিবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতীয় দলের ( india team) অলরাউন্ডার তথা মুম্বই ইন্ডিয়ান্সের( Mumbai indiance) ক্রিকেটার হার্দিক পান্ডিয়া( hardik pandya)। কোমরের চোটের জন্য প্রায় কয়েক মাস বল হাতে দেখা যায়নি হার্দিককে। তবে ব্যাট হাতে আইপিএলে মুম্বইকে যথেষ্ট ভরসা দিচ্ছেন তিনি। তবে আর শুধু ব্যাটিং নয়, বল হাতেও শীঘ্রই ফিরবে বলে জানালেন তিনি।

সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে নিজেকে তৈরি করতে মরিয়া ভারতের এই অলরাউন্ডার তারকা ক্রিকেটার। কোমরের চোটের কারণে বল হাতে দেখা যাচ্ছে না হার্দিককে। এমনকি আইপিএলের দ্বিতীয় পর্বে ব্যাট হাতে দলকে ভরসা দিলেও, এখনও অবদি বল হাতে দেখা যায়নি তাকে। তাই টি-২০ বিশ্বকাপে বোলার হার্দিককে নিয়ে উঠছে অনেক প্রশ্ন। কিন্তু রবিবার যেন সব প্রশ্নের উত্তর একেবারেই দিয়ে দিলেন হার্দিক। বললেন খুব শীঘ্রই বল হাতে ফিরছি আমি।
এদিন এক সাক্ষাৎকারে হার্দিক বলেন,” আমার ব্যাটিং ফর্ম নিয়ে আমি খুশি। আমার পরিকল্পনা একটাই। বল প্রতি বল স্ট্র্যাটেজি তৈরি করা। আমি ধীরে ধীরে ফিট হচ্ছি। আশা করি, শীঘ্রই পুরোদমে বোলিং করতে পারব।”
২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করবে ভার। আর তার আগে নিজেকে দ্রুত ফিট করে ওঠাই এখন একমাত্র লক্ষ্য হার্দিকের।
আরও পড়ুন:সাফ কাপে প্রতিটা ম্যাচ ‘ডু অর ডাই’ ম্যাচ,: সুনীল ছেত্রী











































































































































