ভবানীপুরে উৎসবের মেজাজের মধ্যেই নেত্রীর নিষেধ বার্তা দিয়ে ফোন মদনকে

0
2

ভোটের ট্রেন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের আভাস পাওয়ার পরই, সকালে কালীঘাটে শুরু হয়ে যায় আবীর খেলা। নাচে…গানে…খেলা হবে স্লোগান চারিদিকে। এমনই ছিল পরিবেশ। শাঁখ বাজিয়ে, জয়ের সেলিব্রেশন করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। যদুবাবুর বাজারে দলীয় কর্মীদের নিয়ে উচ্ছ্বাসে মাতেন মদন মিত্র!  তৃণমূল নেতা ও কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ‘ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্টবেঙ্গল টু দেশের মাটি, লক্ষ এবার দিল্লির মাটি। মমতা যাবে, মোদির নাক কেটে দিয়ে যাবে।’
এদিকে ভবানীপুরের উৎসবের মেজাজের মধ্যেই নেত্রীর নির্দেশে ফিরহাদ হাকিমের ফোন আসে কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)  কাছে।

কারণ, ভোটের ফল ঘোষণার দিনই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে, কোনও রকম বিজয়োল্লাস, বিজয় মিছিল করা যাবে না। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তৃণমূলের তরফেও, রাস্তায় নেমে সেলিব্রেশন করতে দলীয় নেতা-কর্মীদের নিষেধ করা হয়।

advt 19