রবিবার ডুরান্ড ফাইনালের হাইভোল্টেজ ম‍্যাচে মহামেডানের মুখোমুখি এফসি গোয়া, প্রতিপক্ষকে সমীহ চেরনিশভের

0
2

সুপার সানডেতে সন্ধ্যায় ডুরান্ড কাপের( Durand cup) ফাইনালে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan sporting club)। প্রতিপক্ষ এফসি গোয়া( fc goa)। আইলিগ বনাম আইএসএল ক্লাবের এই মহাযুদ্ধে উন্মাদনা তুঙ্গে শহর কলকাতায়। রবিবার হাইভোল্টেজ ম‍্যাচে নামার আগে বিপক্ষকে সমীহ সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভের।

ডুরান্ড ফাইনাল নিয়ে চেরনিশভ বলেন,”আমরা ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে খেলব। যা ভারতের অন্যতম সেরা দল। আমার মনে হয় দুই বছর আগে ওরা এই টুর্নামেন্ট জিতেছিল, এই একই দল নিয়ে। আমরা জানি এফসি গোয়া বেশ শক্তিশালী দল। কিন্তু ওদেরও কিছু সমস্যা রয়েছে যা আমরা জানি, এবং আমরা এই ম্যাচটি নিয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা আমাদের খেলোয়াড়দের বুঝিয়েছি কিভাবে খেলতে হবে এই ম‍্যাচটি। এছাড়াও ওদের শক্তিশালী জায়গা কোনটি আর কোনটি ওদের দূর্বলতা তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে।”

এরপাশাপাশি ডুরান্ড কাপের ভবিষ্যৎ নিয়ে চেরনিশভের বলেন, “আমার মনে হয় পরের বছর আরও কিছু শক্তিশালী দল এই টুর্নামেন্টে আসবে। এটি ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে যদি আরও কিছু শক্তিশালী ক্লাব এই টুর্নামেন্ট খেলে।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের আগে নিজেকে ফিট করতে মরিয়া হার্দিক পান্ডিয়া