রাজস্থানের বিরুদ্ধে হারের কারণ খুঁজে বার করলেন ক‍্যাপ্টেন কুল

0
3

শনিবার রাজস্থান রয়‍্যালসের ( Rajasthan Royals) কাছে ৭ উইকেটে হারে ধোনির( dhoni) চেন্নাই সুপার কিং( chennai super kings)। বড় রান সংখ‍্যা করেও রাজস্থানের বিরুদ্ধে হারতে হয়েছে সিএসকেকে। ম‍্যাচ হারের কারণ হিসাবে রাজস্থানের প্রথম পাঁচ-ছয় ওভারের দুরন্ত ব‍্যাটিংকেই তুলে ধরলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সাংবাদিক সম্মেলনে ক‍্যাপ্টেন কুল বলেন,”ওরা প্রথম ৬ ওভারেই ম্যাচটা আমাদের আয়ত্তের বাইরে নিয়ে চলে যায়। বড় রান তাড়া করতে গেলে পাওয়ার প্লে-তে ঠিক যে ভাবে ব্যাট করার কথা, ওরা ঠিক সে ভাবেই ব্যাট করেছে। তাই ১৮৯ মত বড় রান তাড়া করতে পেড়ে জিততে পেরেছে।”

এরপাশাপাশি ধোনি আরও বলেন,”টস হারাটা আমাদের বিপক্ষে গিয়েছে। শুরুতে বল কিছুটা হলেও ধীর গতিতে আসছিল। ওদের স্পিনাররা তার সুবিধে পেয়েছে। কিন্তু পরের দিকে উইকেট একেবারে সহজ হয়ে গিয়েছিল। বল উইকেটে পড়ে খুব ভাল ভাবে ব্যাটে আসছিল। তবু বড় রান তাড়া করতে গেলে ভাল ব্যাট করার প্রয়োজন। আর ওদের ব্যাটাররা ঠিক সেটাই করেছে। তাই জয় পেয়েছে।”

এই মুহূর্তে ১২ ম‍্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে ধোনির দল। প্লে-অফের রাস্তা আগেই পাকা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন:রবিবার ডুরান্ড ফাইনালের হাইভোল্টেজ ম‍্যাচে মহামেডানের মুখোমুখি এফসি গোয়া, প্রতিপক্ষকে সমীহ চেরনিশভের

advt 19