ব্রেকফাস্ট স্পোর্টস

0
8

১) শনিবার আইপিএলের দ্বিতীয় ম‍্যাচে ৭ উইকেটে জয় পেল রাজস্থান রয়‍্যালস। এদিনের ম‍্যাচে তারা ৭ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংসকে। ম‍্যাচের সেরা রুতুরাজ গায়কোওয়াড।

২) শনিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের রাস্তা পাকা করল দিল্লি ক‍্যাপিটালস। এদিন রোহিত শর্মার দলকে ৪ উইকেটে হারাল ঋষভ পন্থের দল।

৩) ম্যানইউর সেরা ফুটবলারের পুরষ্কার পেলেন রোনাল্ডো। সমর্থকদের ভোটের মাধ্যমে এই পুরষ্কার জিতে নেন পর্তুগিজ তারকা।

এই পুরস্কারে রোনাল্ডো হারান ডেভিড ডে গিয়া, জেসে লিংগার্ড ও মেসন গ্রিনউডকে।
৪) ছুটি কাটাতে গিয়ে জলের তোলায় জ‍্যাভলিন ছুড়লেন নীরজ চোপড়া। সেই ছবি পোস্ট হতেই নিমিষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই মুহূর্তে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন নীরজ। সেখানে গিয়ে স্কুবা ডাইভিং শিখছেন তিনি।

৫) শুক্রবার পাঞ্জাব কিংসের  বিরুদ্ধে ৫  উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। ম‍্যাচ হারের কারণ হিসাবে দলের পারফরম্যান্সকেই কাঠগড়ায় তুললেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ‍্যান। বললেন, ফিল্ডিং ঠিক মতন করতে পারিনি আমরা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ