১৫২ তম গান্ধীজয়ন্তীতে লাদাখে উড়ল বিশ্বের সর্ববৃহৎ তেরঙ্গা

0
1

শনিবার জাতির জনক মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ১৫২ তম জন্মবার্ষিকী। গান্ধীজির জন্মদিনে এক বিরল ঘটনার সাক্ষী রইল গোটা বিশ্ব। জাতির জনক মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে শনিবার লাদাখে উত্তোলন করা হল খাদির (Khadi) তৈরি বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকার। সৌজন্যে ভারতীয় বায়ুসেনা। শনিবার সকালে এই পতাকা উত্তোলন করেন লিউটেন্যান্ট গভর্নর আর কে মাথুর (Lieutenant Governor RK Mathur)৷ আপাতত আট অক্টোবর পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকা লেহতে থাকবে। আগামী ৮ অক্টোবর পতাকাটি নিয়ে আসা হবে ভারতীয় বায়ুসেনার হিন্ডন ছাউনিতে।

খাদির তৈরি পতাকাটির ওজন ১০০০ কেজি। লম্বায় ২২৫ ফুট, চওড়ায় তা ১৫০ ফুট। প্রায় দেড়মাস সময় ধরে এই পতাকাটি তৈরি করেছেন মুম্বইয়ের খাদি ডায়ার্স এবং পেইন্টার্সের ডি এন ভাট। প্রায় দু-ঘণ্টার চেষ্টায় এত ভারী পতাকাটিকে ২০০০ ফুট উঁচুতে নিয়ে যান আর্মির ৫৭ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের ১৫০ জন জওয়ান। পতাকাটি যেখানে উত্তোলন করা হয় তার পাশ দিয়ে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। এভাবে জাতীয় পতাকাকে স্যালুট ও শ্রদ্ধা জানায় বায়ুসেনা।

আরও পড়ুন- দেশে আমলা-পুলিশের ভূমিকা জানতে কারও বাকি নেই, বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের advt 19