পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেকদিন হলো। তবে করোনা পরিস্থিতির(Covid situation) কারণে এখনও পর্যন্ত রাজ্যে পুরনির্বাচন সম্পন্ন করা যায়নি। এহেন পরিস্থিতির মাঝেই শনিবার নবান্নে(Nabanna) এক সাংবাদিক বৈঠকে সেই নির্বাচন নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
শনিবার রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরে এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করেন তিনি। পাশাপাশি সদ্য আরো ৪ কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচনটা শেষ হলে আবার আমাদের অন্য ভোট করতে হবে”। মুখ্যমন্ত্রী এই মন্তব্যেকেই পুরনির্বাচনের ইঙ্গিত হিসেবে দেখছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে অনুমান করা হচ্ছে, নভেম্বরের পর থেকেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দেবে রাজ্য।
উল্লেখ্য, রাজ্যে পুরসভা নির্বাচন হওয়ার কথা ছিল এক বছর আগে। তবে করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। ফলে রাজ্যের ১৩২টি পুরসভার মধ্যে কলকাতা-সহ ১১২টির মেয়াদ বহুদিন আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্বাচন চেয়ে মামলাও দায়ের হয়েছিল দেশের শীর্ষ আদালতে। বিরোধীদের তরফেও বারবার নির্বাচনের দাবি জানানো হয়। এদিকে ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে উপনির্বাচন শেষ হয়েছে। রাজ্যে বাকি ৪ আসনের উপনির্বাচন হবে ৩০ অক্টোবর। ইতিমধ্যেই নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্যের পুরসভা ভোট নিয়ে দিনক্ষন এখনও চূড়ান্ত করেনি রাজ্য নির্বাচন কমিশন। রিভাঁচে মমতার বক্তব্য পুরনির্বাচনের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন- “গডসে জিন্দাবাদ বলার অর্থ দেশকে নিলজ্জভাবে অপমান করা”, ক্ষুব্ধ বিজেপি সাংসদ বরুণ