বাংলায় গণতন্ত্র নিয়ে ফের মমতাকে আক্রমণ রাজ্যপালের, কড়া জবাব দিলেন কুণাল

0
3

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। বরাবর বিজেপি ঘেঁষা রাজ্যপাল জগদীপ ধনকড়। আগেও তার প্রমাণ মিলেছে। আজ আবারও গান্ধী জয়ন্তীতে বাংলার গণতন্ত্র নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ধনকড়। তাঁর কথায়, “বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে মমতা সরকারের উচিত ভয় ও হিংসা দূর করা।’ যদিও এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: ডিভিসির বিষয়ে পদক্ষেপ নিন: ‘ম্যানমেড বন্যা’য় কেন্দ্রকে বার্তা মমতার

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে টুইটারে রাজ্যপাল লিখেছিলেন, “গান্ধী জয়ন্তীতে আমাদের মনে রাখা দরকার, কীভাবে তাঁর শান্তি ও অহিংসার নীতি বিশ্ব জুড়ে বন্দিত। বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে মমতা সরকারের উচিত ভয় ও হিংসা দূর করা।’

এর পাল্টা দিয়েই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “কেন্দ্রের বিভিন্ন রিপোর্ট পড়ে নেওয়া উচিত রাজ্যপালের। দেখা যাবে, অপরাধ দমনে ডবল ইঞ্জিন সরকার কী পরিমাণে ব্যর্থ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কতটা নিরাপদ। দলদাসের ভূমিকা পালন না করে রাজ্যপালের উচিত এই সব রিপোর্ট-সহ ট্যুইট করা।’’

advt 19