মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের রাস্তা পাকা করল দিল্লি ক‍্যাপিটালস

0
1

শনিবার আইপিএলে (ipl)মুম্বই ইন্ডিয়ান্সকে ( Mumbai indiance) হারিয়ে প্লে-অফের রাস্তা পাকা করল দিল্লি ক‍্যাপিটালস(Delhi capitals)। এদিন রোহিত শর্মার ( rohit sharma) দলকে ৪ উইকেটে হারাল ঋষভ পন্থের( Rishabh panth) দল। এই জয়ের ফলে ১২ ম‍্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের রাস্তা নিশ্চিত করে ফেলল শ্রেয়স আইয়র, শিখর ধাওয়ানরা। চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল দিল্লি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান সূর্যকুমার যাদবের। ৩৩ রান করেন তিনি। রোহিত শর্মা করেন ৭ রান। ডি’কক করেন ১৯ রান। দিল্লির হয়ে তিনটি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল, অভেশ খান। একটি করে উইকেট নেন নর্টেজে এবং আর অশ্বিন।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় দিল্লি। দিল্লির হয়ে লড়াই চালান শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ এবং অশ্বিন। ৩৩ রান করে অপরাজিত শ্রেয়স।  পন্থ করেন ২৬ রান। ২০ রান করে অপরাজিত অশ্বিন। মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব, ক্রুনাল পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, কুল্টার-নাইল।

আরও পড়ুন:ম‍্যানইউর সেরার পুরস্কার পেলেন রোনাল্ডো