কয়েকমাস আগেই রাজনীতি ছেড়েছিলেন। সম্প্রতি তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন ‘আমি প্লেয়িং ইলেভেনে থাকতে চাই’। কিন্তু তারপরেও সাংসদ পদ থেকে ইস্তফা দেননি। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুনঃমোদি-শাহকে ”নাথুরাম বানাই জোড়ি” কটাক্ষ, বিজেপিকে টুকরো টুকরো করার শপথ কানাইয়ার
ইস্তফা দিতে দিল্লি গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু লোকসভার সচিবালয় সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘পদত্যাগ ঘোষণার পর স্পিকারের সঙ্গে যোগাযোগ করেননি আসানসোলের সাংসদ।’ এরপরই লোকসভার সচিবালয়ের দাবি খারিজ করে বাবুল সুপ্রিয় একের পর এক টুইট করেছেন। যেখান তিনি সরকারি চিঠিও জুড়ে দিয়েছেন। চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে, গত মাসের ২৩ তারিখ বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বাবুল সুপ্রিয়। যেখানে চিঠিটি গৃহীত হিসাবে লেখাও রয়েছে। বাবুলের দাবি, অধ্যক্ষের সচিবালয় চিঠিটি গ্রহণ করেছেন।
With due respect to the High Office of Hon’ble Speaker Shri @ombirlakota I very humble present the official letter I sent on the 20th of Sept which also bears a ‘Received’ acknowledgment from Hon’ble Sir’s office•A separate request for the same ws made by Shri @SaugataRoyMP too https://t.co/8I88pSkV9U pic.twitter.com/4R6zQ962SI
— Babul Supriyo (@SuPriyoBabul) October 1, 2021
পাশাপাশি সাংসদের বাড়ি ছাড়ার নথিও টুইট করেছেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি অপর একটি চিটজি দিয়ে লিখেছেন, ‘বিজেপির সঙ্গে অনেক আগেই সবরকমভাবে নিজেকে সরিয়ে এনেছি। দলবদল করলেও অনেকি সাংসদ পদ ছাড়েন না। আমিও এটা করব না। স্পিকার সময় দিলেই ইস্তফা দেব।বাংলো ছাড়ার প্রমাণ রইল’
Hv parted ways with @BJP4India & had confirmed long before that, unlike many others who hold on to their MP seat inspite of changing Parties, I am not going to do so & shall resign as soon as Hon’ble Speaker Sir grants me his time•Attaching proof of vacating my Bunglow👇@ANI https://t.co/ICg7gYc6a8 pic.twitter.com/v6dTG0mdN7
— Babul Supriyo (@SuPriyoBabul) October 1, 2021
