বিতর্কের মধ্যেই স্পিকারের সাক্ষাৎকার চাওয়ার চিঠি প্রকাশ্যে আনলেন বাবুল

0
3

কয়েকমাস আগেই রাজনীতি ছেড়েছিলেন। সম্প্রতি তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন ‘আমি প্লেয়িং ইলেভেনে থাকতে চাই’। কিন্তু তারপরেও সাংসদ পদ থেকে ইস্তফা দেননি। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃমোদি-শাহকে ”নাথুরাম বানাই জোড়ি” কটাক্ষ, বিজেপিকে টুকরো টুকরো করার শপথ কানাইয়ার

ইস্তফা দিতে দিল্লি গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু লোকসভার সচিবালয় সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘পদত্যাগ ঘোষণার পর স্পিকারের সঙ্গে যোগাযোগ করেননি আসানসোলের সাংসদ।’ এরপরই লোকসভার সচিবালয়ের দাবি খারিজ করে বাবুল সুপ্রিয় একের পর এক টুইট করেছেন। যেখান তিনি সরকারি চিঠিও জুড়ে দিয়েছেন। চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে, গত মাসের ২৩ তারিখ বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বাবুল সুপ্রিয়। যেখানে চিঠিটি গৃহীত হিসাবে লেখাও রয়েছে। বাবুলের দাবি, অধ্যক্ষের সচিবালয় চিঠিটি গ্রহণ করেছেন।

পাশাপাশি সাংসদের বাড়ি ছাড়ার নথিও টুইট করেছেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি অপর একটি চিটজি দিয়ে লিখেছেন, ‘বিজেপির সঙ্গে অনেক আগেই সবরকমভাবে নিজেকে সরিয়ে এনেছি। দলবদল করলেও অনেকি সাংসদ পদ ছাড়েন না। আমিও এটা করব না। স্পিকার সময় দিলেই ইস্তফা দেব।বাংলো ছাড়ার প্রমাণ রইল’

advt 19