সীমান্তে সেনা বাড়িয়েছে চিন, জানালেন দেশের সেনাপ্রধান নারাভানে

0
1

পূর্ব লাদাখ জুড়েই লালফৌজের সংখ্যা অনেকটাই বেড়েছে। ভারতের ইস্টার্ন কমান্ড পর্যন্ত লালফৌজ মোতায়েন রয়েছে। চিন সেখানে নিজেদের সীমান্তের ভিতরে রীতিমতো পরিকাঠামো গড়ে তোলার কাজও করছে। স্বীকার করলেন দেশের সেনা প্রধান এম এম নারাভানে। পূর্ব লাদাখে সীমান্ত সংলগ্ন এলাকায় চিন তার সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে বললেন তিনি।

আরও পড়ুন-মহিলাদের বুটের টক-টক আওয়াজে পুরুষদের মনে খারাপ চিন্তার উদয় হয়! ব্যাখ্যা দিল তালিবান

শনিবার সেনাপ্রধান বলেন, সীমান্তে এভাবে সেনার সংখ্যা বৃদ্ধি চিন্তার বিষয়। তবে আমরাও বসে নেই। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। দেশবাসীকে আশ্বস্ত করে সেনাপ্রধান জানান, পরিস্থিতির নিরিখে আমরাও আমাদের সেনা পরিকাঠামোয় কিছুটা বদল করেছি। যে কোনও ধরনের আগ্রাসন রুখতে আমরা তৈরি আছি। আমাদের হাতেও রয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র। আমরা কাউকে ভয় পাই না। কেউ আঘাত করলে আমরা তার পাল্টা প্রত্যাঘাত করতে এতটুকু সময় নেব না।

আরও পড়ুন-বাংলায় গণতন্ত্র নিয়ে ফের মমতাকে আক্রমণ রাজ্যপালের, কড়া জবাব দিলেন কুণাল

২০২০-র জুনে লাদাখের গালওয়ান সীমান্তে লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ ঘটে ছিল। তারপর থেকেই সম্পর্ক তলানিতে ঠেকেছে দু’দেশে। সীমান্তে আগ্রাসন অব্যাহত চিনের।

advt 19