শুধু ছবিতে নয় বাস্তবেও তারা প্রেমিক -প্রেমিকা । চারহাত এবার এক হলেই হল । কিন্তু তাই বলে ক্যামেরার সামনেই চুম্বন । তাও আবার নিরন্তর। ঠিক এই কাণ্ডটাই ঘটিয়ে ফেললেন অভিনেতা অঙ্কুশ (Actor Ankush) । ক্যামেরার সামনে ননস্টপ চুমু খেয়ে গেলেন প্রেমিকা- বান্ধবী- নায়িকা ঐন্দ্রিলাকে (Actress oindrila) । প্রথমটায় ঐন্দ্রিলা বুঝতে পারেননি কী হচ্ছে। তাই থতমত খেয়ে গিয়েছিলেন। পরে নিজেকে সামলে নিয়ে চুটিয়ে উপভোগ করলেন প্রেমিকের আদর । আর অঙ্কুশ -ঐন্দ্রিলার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় হইহই ফেলে ফেলে দিয়েছে।
https://www.facebook.com/iamankushofficial/videos/290300889286668/
আসলে উপলক্ষ একটা আছে। আর সেটা হল তাদের আগামী ছবির একটি ঠিকঠাক প্রমোশন। কী করা যায় ভাবতে ভাবতে অঙ্কুশ যে এমন একটা দারুণ কাণ্ড ঘটিয়ে ফেলবেন তা তারা নিজেরাও বুঝতে পারেননি। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত
‘এফআইআর’ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ১০ অক্টোবর, পঞ্চমীর দিন। এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলেছে। অঙ্কুশ ছাড়াও ছবিতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, বনি সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং ফালাক রাশিদ রায়কে।


































































































































