ভবানীপুরে গণনাকেন্দ্রের বাইরে জারি থাকবে ১৪৪ ধারা। জানিয়ে দিল কলকাতা পুলিশ। উপনির্বাচনের আগে থেকেই ভবানীপুর কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছিল নির্বাচন কমিশন। তাই আগামীকাল, রবিবার গণনার দিনও ১৪৪ ধারা জারি থাকবে বলে ঘোষণা করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
আরও পড়ুন: ফের বন্দুকবাজের হামলা আমেরিকার স্কুলে, গুরুতর আহত স্কুলের প্রিন্সিপাল
শনিবার লালবাজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি বলা হয়েছে, রবিবার ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট গণনা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। এদিন সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ১০০ মিটারের মধ্যে ৫ জন বা তার বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা। পাথর, আগ্নেয়াস্ত্র, বাজি নিয়ে গণনাকেন্দ্রের কাছে ঘোরা যাবে না। এই নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।














































































































































