মর্মান্তিক! হুগলিতে পথদুর্ঘটনায় মৃত শিশু-সহ এক পরিবারের তিনজন

0
1

মর্মান্তিক দুর্ঘটনায় হুগলিতে মৃত্যু হল একই পরিবারের তিনজন। রাজারহাট (Rajarhat) থেকে বর্ধমান যাওয়ার পথে সিঙ্গুর (Singur) থানা এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের (Durgapur Express) উপর খাসেরভেড়ি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। মৃতরা হলে মনিকা দেব, কমলিকা সাধু, চার বছরের শিবম সাধু। গাড়ির চালক কাজল দেব গুরুতর আহত।

গাড়ি চালিয়ে স্ত্রী-কন্যা এবং নাতিকে নিয়ে বর্ধমান (Bardhawan) যাচ্ছিলেন কাজল দেব। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় গাড়িটি। গাড়ির কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকি‌ৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত কাজল দেব হাসপাতালে চিকিৎসাধীন।

advt 19