কলকাতা পুলিশে আবেদন করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষরাও, বড় ঘোষণা হাইকোর্টের

0
3

পুজোর আগে সুখবর রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য। এবার থেকে কলকাতা পুলিশে আবেদন করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষরাও। পুলিশে নিয়োগের আবেদনে ক্ষেত্রে তাঁদের জন্য ফর্মে পৃথক কলম রাখতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিল বিচারপতি অরিন্দম মুখোপাধ্য়ায়ের এজলাস। অতএব পুলিশে নিয়োগ নিয়ে আর কোনও বাধা থাকল না তৃতীয় লিঙ্গের মানুষজনের।

দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশে তৃতীয় লিঙ্গের নিয়োগ নিয়ে জল্পনা চলছিল। নিয়োগ হবে কিনা এই নিয়ে বাড়ছিল সংশয়। গোটা বিষয়টি নিয়ে গত ৬ সেপ্টেম্বর রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় আদালত। গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের অতিরিক্ত সচিবের তৈরি রিপোর্টটি গ্রহণ করে আদালত। সেই রিপোর্টের ভিত্তিতে শুক্রবার এই নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন- লক্ষ্য রেকর্ড মার্জিন, গান্ধী জয়ন্তী থেকেই খড়দহে ঝাঁপিয়ে পড়ছেন কৃষিমন্ত্রী শোভনদেব

advt 19