টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics)পর তিরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও (Archery world championships) পদক হাতছাড়া হল অতনু দাস( Atunu Das) ও দীপিকা কুমারী( Deepika kumari)। শুক্রবার তিরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা সিঙ্গলস বিভাগে ব্রোঞ্জ পদক ম্যাচে হারলেন তাঁরা। শুক্রবার পুরুষ বিভাগে তুরস্কের মেটে গাজোজের সঙ্গে ব্রোঞ্জ পদক প্লেঅফ ম্যাচে কার্যত উড়ে গেলেন অতনু দাস। ২৭-২৯, ২৬-২৭, ২৮-৩০ স্কোরে মোট ৬-০ ফলে হেরেছেন অতনু।
এদিকে মহিলাদের ব্রোঞ্জ পদক প্লেঅফ ম্যাচে বিশ্বের দুই নম্বর দীপিকা কুমারী অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী মিশেল ক্রোপ্পেনের কাছে শ্যুট অফে হারলেন। ম্যাচ হারলেও এদিনের ম্যাচে দুর্দান্ত লড়াই করেও হার মানতে হল ভারতীয় এই তিরন্দাজ যুগলকে।
আরও পড়ুন:যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মানু ভাকের