জঙ্গিপুরেও সৌজন্যের নজির: করজোড়ে মুখোমুখি তৃণমূল ও বিজেপি প্রার্থী

0
1

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী। তবে, ভোটের দিন মুখোমুখি দেখা হতেই সৌজন্যের বার্তা ছড়িয়ে জঙ্গিপুরের তৃণমূল (Tmc) প্রার্থী জাকির হোসেন (Zakir Hosen) ও বিজেপি প্রার্থী সুজিত দাস (Sujit Das)। হাসি মুখে হাতজোড় করে সারলেন আলাপচারিতা।

বুধবার, সকালে ভোটগ্রহণ পরিদর্শনে বেরিয়ে জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের সঙ্গে দেখা হয় বিজেপি প্রার্থী সুজিত দাসের। দেখা হতেই কুশল বিনিময়। “আপনার সঙ্গে দেখা এমনিতেও করতাম”- জাকিরকে বললেন সুজিত।

এরপর দুজনেই সংবাদমাধ্যমের সামনে বলেন, ভোটের ময়দানে লড়াই আছে কিন্তু ব্যক্তিগত বিবাদ নেই। শাসক-বিরোধী দুই প্রার্থীই জানান জঙ্গিপুরে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে।

আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে বাঁকুড়ার শিলাবতী ও গন্ধেশ্বরী নদীর জল উপচে  প্লাবিত বহু এলাকা