আহিরীটোলার পর এবার বড়বাজারে ভেঙে পড়ল বাড়ি, চাঞ্চল্য এলাকায়

0
1

আহিরীটোলার পর এবার বড়বাজারের কটন স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল উত্তর কলকাতার আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে। ২ জন মারা যায় ওই ঘটনায়। এরপর আজ ফের বড়বাজারের কটন স্ট্রিটে হঠাৎই দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার খবর মেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এছাড়াও সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল ও দমকল। শুরু হয় উদ্ধারকার্য।

আরও পড়ুন-অক্টোবরেও রাজ্যে জারি বিধিনিষেধ, পুজোর দিনে বিশেষ ছাড়

কয়েকদিন ধরেই কলকাতায় বৃষ্টি চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, টানা বৃষ্টির জেরেই ভেঙে পড়েছে বাড়িটি। কটন স্ট্রিটের ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল।

advt 19