তা তা থৈ থৈ-এর পরে এবার পিয়ানোয় টুংটাং শোভন-বৈশাখীর

0
9

সবুজ গালিচার বারান্দায় মনের সুখে নৃত্য করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Bandopadhyay)। আর তাই দেখে তালি বাজিয়েছিলেন বন্ধু শোভন চট্টোপাধ্যায় (Sobhan Chatterjee)। তাঁদের সেই ‘মনের সুখে নাচে’র ভিডিও ভাইরাল (Vdo Viral) হয়েছে। এবার বিলাসবহুল অন্দরে পিয়ানোয় টুংটাং করছেন শোভন। পাশে হাসি-হাসি মুখে দাঁড়িয়ে বান্ধবী বৈশাখী।

আরও পড়ুন-বন্যা পরিস্থিতির আশঙ্কা, ৫ জেলার ডিএমকে সর্তক থাকতে বললেন মুখ্যসচিব

পিয়ানো বাজানোর ভান করলেও প্রাক্তন মেয়র পিয়ানোর সুর তুলতে পারেেনি এতটুকুও। আর তাঁর সেই বৃথা চেষ্টা দেখে ধমক দিয়েছেন বৈশাখী। তবে, এই যুগলের নৃত্য দেখে নেটিজেনরা যে পরিমাণ আমোদ পেয়েছিলেন, এখন পিয়ানো সুর তাকেও ছাপিয়ে যায় কি না দেখার।

advt 19