মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samsherganj) চলছে ভোটগ্রহণ। তবে আগের রাতেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠলো এলাকা। সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে বুধবার রাতে তৃণমূল (Tmc) কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজি হয়। কংগ্রেস (Congress) প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বেই এই হামলা বলে অভিযোগ তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলামের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী।
এদিকে, দোগাছি গ্রাম পঞ্চায়েতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলে বিরুদ্ধে। বিজেপির (Bjp) অভিযোগ, ভোটারদের প্রভাবিত করেছিলেন তৃণমূল প্রার্থী। এর পাশাপাশি, নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে সামশেরগঞ্জের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে।
বিধানসভা নির্বাচনের আগে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়। সেই কারণে ভোট স্থগিত হয়ে যায়। সেই কেন্দ্রে ভোট হচ্ছে। সামেশরগঞ্জে তৃণমূলের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম। জইদুর রহমান কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির প্রার্থী মিলন ঘোষ। সিপিএম প্রার্থী করেছে মোদাসসর হোসেনকে। ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
