চ‍্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম‍্যাচে রোনাল্ডোর গোলে জয় ম‍্যানইউর

0
3

উয়েফা চ‍্যাম্পিয়ন্স(UEFA Championships) লিগে গ্রুপ পর্বের ম‍্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর( Cristiano Ronaldo) গোলে জয় পেল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড( Manchester United)। বুধবার রাতে তারা ২-১ গোলে হারাল ভিল্লারিয়ালকে। ম‍্যানইউর হয়ে গোল গুলি করেন অ‍্যালেক্স টেলেস এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম‍্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম‍্যানইউ বনাম ভিল্লারায়ালের ম‍্যাচ। শুরুর ৩০ মিনিটের মাথায় চারটি অসাধারণ সুযোগ পেয়ে গিয়েছিল স্প্যানিশ ক্লাব ভিল্লারিয়েল। কিন্তু ম‍্যানইউর গোলরক্ষক ডেভিড ডে গিয়ার অসাধারণ ক্ষিপ্রতায় গোল খেতে খেতে বেঁচে যায় ইউনাইটেড।

তবে ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ম‍্যাচে ফিরতে শুর করে ম‍্যানইউ। যার ফলে ম‍্যাচের ৬০ মিনিটে প্রথম গোলটি পেয়ে যায় ম‍্যানইউ। ৬০ মিনিটে ফ্রিকিকে ব্রুনো ফার্নান্ডেজ শট না মেরে পাস বাড়ান অ্যালেক্স টেলেসের দিকে, যিনি ভলিতে বাঁক খাওয়ানো শটে গোল করেন। এরপর ম‍্যাচের ইনজুরি টাইমে ম‍্যানইউর হয়ে জয় সূচক গোলটি করেন সিআরসেভেন।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস