মর্মান্তিক! মেঘালয়ে নদীতে পড়ল যাত্রীবাহী বাস, চালক-সহ মৃত ৬

0
1

মেঘালয়ে রাতের অন্ধকারে নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় গাড়ির চালক-সহ ছয় যাত্রীর মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেঘালয় পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারে দুর্ঘটনাটি ঘটায় এর কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

আরও পড়ুন:দিল্লিতে পুলিশকে লক্ষ্য করে শুটআউট, গ্রেফতার ৪ দুষ্কৃতী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১০ টা নাগাদ বাসটি মেঘালয়ের তুরা থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাত ১২টা নাগাদ বাঁক নিতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সোজা রিঙ্গডি নদীতে পড়ে যায়। বাসটিতে মোট ২১ জন যাত্রী ছিলেন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তারা নদীতে চার যাত্রীর মৃতদেহ ভাসতে দেখে। বাকি দুই যাত্রীর মৃতদেহ বাসের ভিতর থেকে উদ্ধার করে। আহত অবস্থায় ১৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তাদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেও আশঙ্কা করা হচ্ছে।

advt 19