প্রতিবারই দেরিতেই ভোট দেন তৃণমূল (Tmc) সুপ্রিমো। এবারও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার, বেলা তিনটে বারো নাগাদ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বেলা তিনটের পর বাড়ি থেকে বেরোন তিনি। তারপর গাড়িতে মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট (Vote দেন। যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা তাঁকে দেখে হাত নাড়ে। এক জায়গায় মহিলারা স্লোগান দেন। বাচ্চারা সামনে চলে আসে। সেখানে গাড়ি থামিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ৪ মিনিটের মধ্যেই ভোট দিয়ে বাড়ি ফেরেন তিনি।