পুজোর আগেই বিদায় নিচ্ছে বর্ষা। এমনটাই জানাল মৌসম ভবন। চলতি মরসুমে বৃষ্টি স্বাভাবিকই হয়েছে বলে জানিয়েছে তারা। দীর্ঘকালীন বৃষ্টি ৯৪ থেকে ১০৬ শতাংশ হলে তাঁকে স্বাভাবিক বৃষ্টি বলা হয়। এই মরসুমে স্বাভাবিক বৃষ্টি হলেও গোটা মরসুম জুড়ে বৃষ্টির হার সমান ছিল না। সেপ্টেম্বরেই সবথেকে বেশি বৃষ্টি হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর থেকেই উত্তর-পসচিম ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। জুন মাসে ৯.৬ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছিল। যদিও জুলাই ও অগস্টে বৃষ্টিতে ঘাটতি দেখা দিয়েছিল। জুলাইয়ে ৬.৮ শতাংশ ও অগস্টে ২৪ শতাংশ ঘাটতি হয়েছিল। কিন্তু সেপ্টেম্বরে ঘূর্ণাবত, নিম্নচাপ ও ঘূর্ণিঝরের ফলে দেশজুড়ে প্রবল বৃষ্টি হয়েছে। যার ফলে সবমিলিয়ে বর্ষায় প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে বলেই মৌসম ভবনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার উন্নতি
প্রসঙ্গত এখনও কোনও কোনও রাজ্যে নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে। তবে তাও অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কমে যাবে এবং এই নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ুর কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছে মৌসম ভবন।

































































































































