ভবানীপুরে ভোটাধিকার প্রয়োগ করলেন নবতিপর বৃদ্ধা

0
11

নিম্নচাপের ভ্রুকুটি নেই। দুই দিনের বৃষ্টিও থেমেছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নেই। আগের দু’ দিনের থেকে আজ আবহাওয়া অনেকটাই ভালো।
পুজোর আগে এ যেন ভোট উৎসব । ভোটের দিন সাত সকালেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ভবানীপুরের নবতিপর বৃদ্ধা মনোভাসিনী চক্রবর্তী।
লক্ষ্মীবারে ভোটের দিন সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে দেখা গেল ওই বৃদ্ধাকে। বয়স পার করে ফেলেছেন সাড়ে চার কুড়ি। ব্রিটিশ জমানা দেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখেছেন। স্বাধীন ভারতের প্রথম ভোটেরও সাক্ষী ছিলেন তিনি। সেই ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করলেন ভবানীপুর উপনির্বাচনে। বার্ধক্যজনিত কারণে একা বুথে যাওয়ার ক্ষমতা নেই। তাই একজনের সাহায্য নিয়ে বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বৃদ্ধা ।

আরও পড়ুন- করোনাবিধি মেনেই চলছে তিন কেন্দ্রের ভোটগ্রহণ
ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। ভোট দিয়ে বুথে বাইরে এসে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাতে ভোটের কালি লাগানো আঙুল দেখিয়ে পোজও দিয়েছেন তিনি। সব মিলিয়ে এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ ।

advt 19