ওঁরা নালিশ করলে বালিশ পাবে, বেশি করলে পালিশ করে দেব: মদন মিত্র

0
1

আজ বৃহস্পতিবার সকাল থেকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে৷ এই ভোট গ্রহণ পর্বে বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে রাজ্যের দুই মন্ত্রীর বিরুদ্ধে৷ নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি৷

এ বিষয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ওঁরা নালিশ করলে বালিশ পাবে৷ আর বালিশ যদি না পায় ভোটের পরে আমাদের কাছে আসলে আমরা পালিশ করে দেব৷ এখানেই থামেননি, মদন মিত্র৷ তিনি আরও বলেন, ওরা আমার নামেও নালিশ করতে পারে৷ নালিশ করলেও বা কী হবে, ফাঁসি হবে? হাসি হাসি পড়ব ফাঁসি৷
সকালে ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তোলে বিজেপি। ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ করেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পাল্টা প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ জানানো হয়েছে৷

আঁটোসাঁটো নিরাপত্তায় সকাল থেকে ভবানীপুরে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রের বিভিন্ন বুথে, অলিগলিতে পুলিশ এরিয়া ডমিনেশন করছে। কলকাতা পুলিশের ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট টহলদারি চালাচ্ছে৷ তার মধ্যেই দুপুর ১টা পর্যন্ত সামসেরগঞ্জে ৫৭.১৫, জঙ্গিপুর ৫৩.৭৮ এবং ভবানীপুর ৩৫.৯৭ শতাংশ ভোট পড়েছে।

 

advt 19