রেডিওতে যৌন জীবন নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল অস্ট্রেলিয়ার একটি এফএম চ্যানেলে। সেখানে ড্যান নামে এক ব্যক্তির স্বীকারোক্তিতে চক্ষুচড়কগাছ সঞ্চালকের ।
কেআইআইএস এফএমের ওই অনুষ্ঠানে পেশায় ট্রাকচালক ড্যান জানান, তাঁর যৌনাঙ্গ বড় হওয়ায় স্ত্রী আপত্তি জানিয়েছেন। তাঁদের যৌন জীবনে এর প্রভাব পড়ছিল বলে দাবি করেন ড্যান। তাই যৌন জীবনে যাতে কোনও রকম প্রভাব না পড়ে এবং একই সঙ্গে স্ত্রীর আপত্তিতে সম্মতি নিয়ে যৌনাঙ্গের অস্ত্রোপচার করিয়ে ছোট করেন বলে দাবি ড্যানের।
কী ভাবে সেই অস্ত্রোপচার করা হয়, সেই ঘটনাও ওই শো-তে বলেন ড্যান। সব শুনে সঞ্চালক বলেন এমন অদ্ভুত ঘটনা এই প্রথম তিনি শুনছেন।
































































































































