পুজোর ভিড় সামাল দিতে আগামী সপ্তাহ থেকেই মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী সোমবার থেকে শহরে চলবে ২৬৬ টি মেট্রো। নতুন মেট্রো সময়সূচিও প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। বর্তমানে শহরে মেট্রো সংখ্যা ২৫৬ টি। সেই সংখ্যাটা এবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেট্রোর সংখ্যা বাড়লেও দিনের প্রথম এবং শেষ মেট্রো সময়সূচিতে কোনও বদল আসেনি। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে সাতটায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে। একই সময়ে মেট্রো ছাড়বে দমদম (Dumdum) থেকে কবি সুভাষ (Kavi Subhas) এবং দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে।
আরও পড়ুন:ভবানীপুরের বিজেপি প্রার্থী বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ খোদ নির্বাচন কমিশনের
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য বর্তমানে যে ১৪৮ টি ট্রেন চলে তা বাড়িয়ে ১৬৭টি করা হচ্ছে। দিনের ব্যস্ত সময়ের ট্রেন পাওয়া যাবে ৫ মিনিট অন্তর। প্রতিটি প্রান্তিক স্টেশন থেকে দিনের শেষ মেট্রোটি পাওয়া যাবে রাত সাড়ে ৯টায়। সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে ৫ মিনিট অন্তর। রবিবার মেট্রো পরিষেবা থাকবে আগের মতোই। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখনো পর্যন্ত মেট্রো যাত্রীদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। কোনরকম টোকেনের সুবিধা থাকবে না। পাশাপাশি করোনা বিধি মানার ক্ষেত্র জারি থাকছে কড়া নির্দেশিকা।