আহিরিটোলায় উদ্ধার হওয়া মহিলার কোল আলো করে এল কন্যা সন্তান

0
2

গতকাল রাতের প্রবল বর্ষণের ফলে বুধবার ভোরেই আহিরিটোলা অঞ্চলের একটি বাড়ি বিকট শব্দে ভেঙে পড়ে (Ahiritola Building Collapsed)। বাড়িটির ভিতরে মোট সাতজন আটকে ছিলেন। দমকল, কলকাতা পুলিশের উদ্ধারকারী দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর চেষ্টায় সাতজনকে উদ্ধার করা গেলও শিশুটিকে বাঁচানো যায়নি। মৃত শিশুর নাম শিজিকা ঘরুই। বয়স মাত্র ২ বছর আট মাস।
শিশুটির মা অর্থাৎ সুশান্তর স্ত্রীও উদ্ধার হওয়া সাতজনের মধ্যে ছিলেন ।  অন্তঃসত্ত্বা  ওই  মহিলাকেও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে তার কোল আলো করে এসেছে কন্যা সন্তান । এক কন্যা হারানোর যন্ত্রণার মাঝে একটু হলেও স্বস্তির ছোঁয়া মায়ের মন জুড়ে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছে।

advt 19