আসন্ন ২০২১-২২ আইএসএল( Isl) মরশুম শুরু করতে গোয়া পৌঁছে গেলেন এসসি ইস্টবেঙ্গলের( Sc EastBengal) কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজ। বুধবার সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়ার সঙ্গে গোয়া পোঁছে যান তিনি। গোয়ায় পৌঁছে গিয়েছেন টিম ম্যানেজার মৃদুল বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফুটবলার ফ্রাঞ্জো প্রিৎসে।
এদিকে বৃহস্পতিবার সকালে গোয়ার উদ্দেশে রওনা দেবেন অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিক, শঙ্কর রায়, হিরা মণ্ডল সহ বাকি ফুটবলাররা। এরপরই আইএসএল-এর প্রস্তুতি শুরু করে দেবেন লাল-হলুদ কোচ। সূত্রের খবর প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বেশকিছু প্রস্তুতি ম্যাচ খেলে নিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।
২১ নভেম্বর জামসেদপুর এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। তিলক ময়দানে জামসেদপুরের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ক্লাব। ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি যুদ্ধে নামবে দল।
🅲🅷🅴🅲🅺🅴🅳 🅸🅽 ✅
𝐓𝐇𝐄 𝐁𝐎𝐒𝐒 𝐈𝐒 𝐇𝐄𝐑𝐄!
Manuel 'Manolo' Diaz and Angel Puebla Garcia have arrived in our den 🏡!
𝙗𝙞𝙚𝙣𝙫𝙚𝙣𝙞𝙙𝙤 𝙨𝙚ñ𝙤𝙧.#JoyEastBengal #WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/KyhOxtIo5r
— East Bengal FC (@eastbengal_fc) September 29, 2021
গত মরশুমে ভাল খেলতে না পারলেও এবারে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।
আরও পড়ুন:আইপিএল থেকে ছিটকে গেলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর